জুলাই ২৪, ২০২১
৫:০৫ অপরাহ্ণ
বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিয়ানীবাজার প্রতিনিধি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক এলাকাবাসীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে অর্ধশত আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির ঘটনাস্থলে গিয়ে পরিন্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, তিনদিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জের ধরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে সংঘর্ষের ঘটনা প্রচার করা হয়। এর আগে দুই গ্রামের মধ্যে গত তিনদিন থেকে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাতেও এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *