আজকের খবরঃ অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা দ্বারা বিদ্যুৎ অপচয়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য ১৭ জানুয়ারি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পল্লী বিদ্যুতের ডিজিএম এর বরাবর দরখাস্ত দেওয়া হয়েছে।
এর আগে ১৫ জানুয়ারি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
দরখাস্তে আতাউর রহমান উল্লেখ করেন, পূর্ব নারাইনপুর গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে আজির মিয়া প্রায় দেড় মাস থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিকশা চার্জ করে আসছে। এতে বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামা করায় গ্রামের অনেকের বিদ্যুৎ ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হতে হয়। বারবার তাকে অবৈধ বিদ্যুৎ সংযোগের পরিবর্তে বৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে অটোরিকশাটি চার্জ দেওয়ার কথা বললেও সে তাতে কর্ণপাত করেনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, কেউ অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। কেউ যদি এমন কিছু করে তাহলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।