আজকের খবর:- স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও হাফিজ মজুমদার ট্রাষ্টের অন্যতম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী(অব:) এর রুহের মাগফিরাত কামনা করে স্কলার্সহোম কৃতি এসএসসি ব্যাচ-২০২০ এর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাও টাইটেল মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন দলইরগাও টাইটেল মাদ্রাসার মুহতামিম মাও:সিকন্দর আলী।
উপস্থিত ছিলেন স্কলার্সহোম এসএসসি কৃতি শিক্ষার্থীদের মধ্যে ইসফার ইসলাম রাফাত, চৌধুরী মুকাররাবিন, মিনহাজ হোসাইন ইফতি, তাহমিদ হোসাইন, মুফতি জারাবি, মাহিন আল দাইয়ান, মিনহাজ রাকিব, সাফওয়ান আহমেদ সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।