আজকের খবরঃঃ- কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক,প্রতিভাবান কবি মোঃ এমরান আলী,অর্থ সম্পাদক, কবি সোহেল আহমেদ এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক, কবি ও শিক্ষক বদরুল আলমের যৌথ সম্পাদনায় প্রকাশিত “অন্বেষা” সাহিত্য সাময়িকী নামক বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার) দুপুর ১২টায় ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে শিক্ষক সাংবাদিক,কবি ও সাহিত্যিক সহ ২০২০ সালের এইচ এস সি উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উপস্হিতিতে “অন্বেষা” সাময়িকীর বইয়ের মোড়ক অনুষ্ঠানের আয়োজন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের
স্বাগত বক্তব্য রাখেন,কবি সোহেল আহমেদ।তিনি “অন্বেষা” সাহিত্য সাময়িকী বইটির বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন,”অন্বেষা” সাহিত্য সাময়িকী বইটি আমি সহ আরো দুই জন কবির সমন্বয়ে রচিত হয়েছে।এটি আমাদের তিন জনের আপ্রাণ চেষ্টার ফসল।আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বইটিতে ভালো কিছু লেখা উপহার দিতে।আপনারা যদি সকলে বইটি পড়েন তাহলেই আমাদের লেখা সার্থক হবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অত্র স্কুল ও কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও অন্বেষা সাহিত্য সাময়িকী বইয়ের সম্পাদক মোঃ এমরান আলীর সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাটরাই স্কূল এন্ড কলেজের এডহক পরিচালনা কমিঠির সদস্য মোঃ সাদ উল্লা, প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সোনালী সিলেট এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি মঈন উদ্দিন মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল ও কলেজের সাবেক পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুক মিয়া, শিক্ষক দ্বীপক চন্দ্র, সিলকো সংবাদ এর সম্পাদক ও প্রকাশক, শের তরিকুল ইসলাম, শিক্ষক জসীম উদ্দিন, ইসমাইল হোসেন শামীম,বশর আহমদ বশর, এমাদ উদ্দিন, ফারুক আহমেদ, তাপস চন্দ্র, ছিদ্দিকুর রহমান তান্না, কোম্পানীগঞ্জ সাহিত্য সংসদের সদস্য মানিক মিয়া ময়না দৈনিক শুভ প্রতিদিন এর কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব আহমেদ প্রমূখ।