জানুয়ারি ২৭, ২০২১
৪:৪৬ অপরাহ্ণ

ভারতের প্রজাতন্ত্র দিবসের ব্যানারে মোদির ‘পায়ের নিচে’ রবীন্দ্রনাথ!

খবর ডেক্সঃ- ভারতে প্রজাতন্ত্র দিবসের ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের বালুরঘাটের পতিরাম অঞ্চলের বিভিন্ন এলাকায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্যানার টাঙানো হয়। সেখানে মোদির পায়ের নিচে রাজ্যের মনীষীদের ছবি রয়েছে।
আনন্দবাজার জানিয়েছে, বালুরঘাটের বিজেপির সংসদ সদস্য সুকান্ত মজুমদারের সৌজন্যে টাঙানো ওই ব্যানারে প্রধানমন্ত্রী মোদির পূর্ণাবয়ব ছবি এবং নিচে নেতাজি, রবীন্দ্রনাথ, অরবিন্দ, বিবেকানন্দ ও ক্ষুদিরাম বসুর ছবি রয়েছে।

ছবিটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

তবে বিজেপির সংসদ সদস্য সুকান্তের দাবি– পুরোটাই তার দলকে অপদস্ত করা হয়েছে। এটি তার কাজ নয়। কোনো দুষ্কৃতকারী রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় বিজেপি অভিযোগের আঙুল তুলেছে তৃণমূলের দিকে। তা অস্বীকার করে তৃণমূলের বোল্লা অঞ্চল সভাপতি প্রতাপচন্দ্র শীল বলেন, এমন কুরুচিপূর্ণ কাজ তৃণমূল করে না। প্রচারের উদ্দেশ্যেই বিজেপি এ কাজ করেছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *