আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু মহাসড়কের ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। মৃত শিশু ভোলাগঞ্জ রুস্তুমপুর গ্রামের নূর ইসলামের মেয়ে আনিকা আক্তার রুমি (৭)।
জানা যায়, বাড়ি থেকে বিস্কুট কেনার জন্য ভোলাগঞ্জ শাহ আরফিন পয়েন্টে আসে মেয়েটি। বঙ্গবন্ধু মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া অটোরিকশাটি মেয়েটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ফোর্স পাঠিয়ে গাড়ি ও ড্রাইভারকে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।