ডিসেম্বর ১৩, ২০২০
২:২২ অপরাহ্ণ

ভোলাগঞ্জ উদয়ন সংঘের ২যুগ পূর্তিতে সাজ্জাদ হোসেন দুদু-কে সম্মাননা স্মারক প্রদান

আজকের খবরঃ কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফুটব ক্লাব ভোলাগঞ্জ উদয়ন সংঘের ২যুগ পূর্তি উপলক্ষ্যে সভাপতি সাজ্জাদ হোসেন দুদু-কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

উত্তর সিলেটের কৃতি মান ফুটবলার ও ক্রিড়া সংগঠক মরহুম হাবিবুর রহমান হাবি ১৯৭৫ সালের শেষের দিকে প্রতিষ্ঠা করের ভোলাগঞ্জ ফুটবল ক্লাব। ৯০ এর দশকের প্রথম দিকে বিশিষ্ট সংগঠক হাজী আবুল বাশারকে সভাপতি করে ফরিদ স্মৃতি নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে এর নাম পরিবর্তন করে “ভোলাগঞ্জ উদয়ন সংঘ” নামে নামকরণ করা হয়। দীর্ঘ এই ২ যুগে ভোলাগঞ্জ উদয়ন সংঘ বেশ কয়েকটি সফল টুর্ণামেন্ট উপহার দিয়েছে ক্রিয়া প্রেমীদের।

২০১৭ সালে ভোলাগঞ্জ উদয়ন সংঘের সভাপতি নির্বাচিত হোন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রিড়া সংগঠক সাজ্জাদ হোসেন দুদু আর সাধারণ সম্পাদক নির্বাচিত হোন ক্রিড়া ব্যাক্তিত্ব এখলাছুর রহমান। এর পর থেকেই ভোলাগঞ্জ উদয়ন সংঘ যেন নতুন প্রাণ ফিরে পায়। অরক্ষিত ভোলাগঞ্জ খেলার মাঠ রক্ষায় নির্মান করা হয়েছে সীমানা প্রাচীর। তৈরি করা হয় প্যাভিলিয়ন। মাঠের নামকরণ করা হয়েছে মিনি স্টেডিয়াম। সম্প্রতি এই মাঠে স্বাগতিক দলের সাথে খেলে গেছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি। এই খেলা দেখতে প্রায় ১৫ হাজার মানুষের সমাগম হয়েছিল। সুধু তাই নয় এই মাঠে গত বছর দেশী-বিদেশী জাতীয় দলের ফুটবলাররা পার্ফম করে গেছেন। ক্লাবের এত সব সাফল্যের পেছনে যিনি সবচেয়ে বেশি অবধান রেখেছেন ২ যুগ পূর্তিতে তাকে দেওয়া হয়েছে সম্মাননা স্মারক। এই দিন আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের।

ক্লাবের বর্তমান সভাপতি সাজ্জাদ হোসেন দুদু-কে সম্মাননা স্মারক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল, ব্যবসায়ী আইয়ুব আলী, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক মানিক মিয়া, এমএএইচ শাহীন, ইমরান আহমদ, ব্যবসায়ী আক্তারুজ্জামান নোমান, কাওছার আহমদ ভোলাগঞ্জ উদয়ন সংঘের সাধারণ সম্পাদক এখলাছুর রহমানসহ উদয়ন সংঘের কর্মকর্তা ও খেলোয়াড় বৃন্দ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *