আজকের খবরঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ উদয়ন সংঘের ২ যুগ পূর্তি উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ভোলাগঞ্জ উদয়ন সংঘের মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে ভোলাগঞ্জ উদয়ন সংঘের মুখোমুখি হয় চুনারুঘাট উপজেলার ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমি। খেলায় কোন দলই কাঙ্ক্ষিত গোল করতে না পারায় গোলশূন্য ড্র হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি হাজী শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া দুলা, ব্যাবসায়ী আইয়ুব আলী, আক্তারুজ্জামান নোমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, মানিক মিয়া, এমএএইচ শাহীন, ফারুক আহমদ, ইমরান আহমদ, সাগর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রহমান, যুবলীগ নেতা জুয়েল আহমদ, ক্রিড়া সংগঠক রজন মিয়া, জিয়া উদ্দিন প্রমুখ।
খেলা শেষে ব্যারিষ্টার ফুটবল একাডেমির অধিনায়ক ব্যারিষ্টার সাইদুল হক সুমনের হাতে অতিথিরা পুরষ্কার তুলেদেন।