
আজকের খবর: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বাজারে ২৫শত মাস্ক বিতরণ করা হয়। মঙ্গলবার ৭ জুলাই দিনব্যাপী এই মাস্ক বিতরণ করা হয়। সকাল ১১ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের হাতে ২ শত মাস্ক তুলে দেয়ার মাধ্যমে এই মাস্ক বিতরণ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ ফরহাদ হোসেন ও ভোলাগঞ্জ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আবুল বাশার। পরে টুকের বাজার ও ভোলাগঞ্জ বাজারে এই মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি, হাজী শাহাব উদ্দিন, সহ-সভাপতি বশির আহমদ, কোষাধ্যক্ষ হাজী আব্দুস সালাম বাবুল, কার্যকারি সদস্য আক্তারুজ্জামান নোমান, ভোলাগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী ফয়জুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা স্কাউট সম্পাদক আমিনুর রহমান জসিম, দুর্নীতি দমন কমিশন কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, ৮নং ওয়ার্ড মেম্বার দুলাল মিয়া দুলা, বাজার কমিটির সদস্য গিয়াস উদ্দিন বতুল্লাহ, ভোলাগঞ্জ উদয়ন সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন দুদু ও সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, মোঃ কামরান হোসেন, মনোয়ার পারভেজ, ফেরদৌস হোসেন ফাহাদ।
এ সময় ভোলাগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ ফরহাদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমরা সবাই সরকারের দেয়া সামাজিক বিধিনিষেধ মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম হবো। তিনি আরো বলেন, পর্যায় ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে এই মাস্ক বিতরণ করা হবে।