নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৩
৩:১৩ অপরাহ্ণ
ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। কাস্টমস কর্মকর্তা, কর্মচারী ও আমদানিকারকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহ উদ্দীপনায় দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমসকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তারা। এ সময় তারা ভারতীয় কাস্টমসকে মিষ্টি উপহার দেন। এ ছাড়াও ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের পক্ষ থেকে বিজিবি ও ভারতীয় বিএসএফ’কে ফুলেল শুভেচ্ছা জানান।

সিলেট বিভাগীয় কাস্টমস কর্মকর্তার দিকনির্দেশনায় ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশন এ আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন, ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোঃ ফরিদুল আলম ও মির্জা সাঈদ হাসান ফরমান, বিজিবি এবং বিএসএফ প্রতিনিধি, আমদানি কারক গ্রুপের প্রতিনিধি সহ ভোলাগঞ্জ স্থল শুল্ক স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *