দিরাই প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২১
১১:১৯ অপরাহ্ণ
মদনপুরে রেলওয়ে স্টেশনের দাবিতে দিরাইয়ে সমাবেশ

মদনপুরে রেলওয়ে স্টেশনের দাবিতে দিরাইয়ে সমাবেশ

ছাতকের গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেলপথের মদনপুরে (দিরাই রাস্তা মোড়) রেলওয়ে স্টেশনের দাবীতে দিরাইয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশ শেষে ওই দাবীতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়। মঙ্গলবার (৩১ আগস্ট) দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে মদনপুর (দিরাই রাস্তা মোড়) রেলওয়ে স্টেশন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের আহবায়ক দিরাই ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য শাহজাহান সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আশিক চৌধুরী, কানাডা প্রবাসী রফিকুল হক ময়না, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী, রাজনীতিবিদ আমিনুল ইসলাম আমিন।

সভাপতির বক্তব্যে জামিল চৌধুরী বলেন, গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেলপথের মদনপুরে স্টেশন একটি যৌক্তিক দাবী। দিরাই শাল্লা সহ পার্শ্ববর্তী আরও কয়েকটি উপজেলার লোকজন যাতায়ত ও পণ্য পরিবহনে মদনপুর পয়েন্ট ব্যবহার করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ও রেলপথ মন্ত্রীর প্রতি আহবান জানাই, এ অঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর রেলপথের সুফল পেতে বিষয়টি বিবেচনা করবেন।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের নজিরবিহীন উন্নয়নের ছোঁয়া দিরাই শাল্লাবাসী পায়নি। দিরাই শাল্লা উপজেলার ১৩ টি ইউনিয়নের সাথে সড়ক যোগাযোগ স্থাপন, দিরাই পৌর শহরের প্রবেশদ্বারে বাসস্ট্যান্ড স্থানান্তর, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের দাবী জানান জামিল চৌধুরী, শাহিন চৌধুরী, ইউপি সদস্য লাল মিয়া, গণমাধ্যম কর্মী মোশাহিদ আহমদ, সজীব রশীদ চৌধুরী, রুকনুজ্জামান জহুরী, আকতার সাদিক, সমাজকর্মী শাহআলম, আবিদুর রহমান, ইমদাদ সরদার, শামসুজ্জামান লিকসন, এমদাদুল হক, এহিয়া আহমদ লিটন, শিক্ষার্থী রবিনুর চৌধুরী, শাহাদাৎ জয় প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *