দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি
সেপ্টেম্বর ২, ২০২১
৮:৫৪ অপরাহ্ণ
মদনপুরে রেলস্টেশনের দাবী দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে’র

মদনপুরে রেলস্টেশনের দাবী দিরাই-শাল্লা এসোসিয়েশন ইউকে’র

ছাতকের গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেলপথের মদনপুরে (দিরাই রাস্তা মোড়) রেল স্টেশনের দাবী জানিয়েছে যুক্তরাজ্যের দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠনের সভাপতি মো. আশিক মিয়া ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল মদনপুরে রেল স্টেশন স্থাপনে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করে বলেন, সুনামগঞ্জ পর্যন্ত রেললাইন সম্প্রসারণের মূল উদ্দেশ্য যাত্রী সেবার পাশাপাশি এ অঞ্চলের পণ্য পরিবহনের পথ সুগম করা। প্রস্তাবিত সমীক্ষায় গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত যে পাঁচটি স্থানে স্টেশন নির্ধারণ করা হয়েছে তারমধ্যে মদনপুরে (দিরাই রাস্তার মোড়) কোন স্টেশন রাখা হয়নি। দিরাই, শাল্লা, জামালগঞ্জ, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ সদর, নেত্রকোনার কালিয়াজুড়ি উপজেলার লোকজন এই সড়কপথ ব্যবহার করে থাকেন। এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর পণ্য পরিবহন ও রেলে ভ্রমণের পথ সুগম করতে ‘মদনপুর রেলওয়ে স্টেশন’ বাস্তবায়নের দাবী জানান তারা। সংগঠনের পক্ষে দেয়া বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মদনপুরে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। এছাড়া স্থাপন করা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনা। গোবিন্দগঞ্জ টু সুনামগঞ্জ রেললাইনের প্রস্তাবিত স্টেশনগুলোর মধ্যে সবচে ব্যস্ততম স্টেশনে রুপ নেবে দিরাইর রাস্তার মোড়ের ‘মদনপুর রেলওয়ে স্টেশন’।
আমরা প্রবাসীরাও মদনপুরে স্টেশন দেওয়ার দাবী জানাই।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *