আজকের খবরঃ মন্ত্রী এমপি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে এনএসআই ও র্যাব-৩।
২৬ জানুয়ারি রাত ৯টায় এনএসআই ও র্যাব-৩ এর যৌথ অভিযানে ঢাকার গোপীবাগ এলাকা থেকে প্রতারক ইবনে মিজান রনিকে (৫০) গ্রেফতার করা হয়। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা রান্দুরীমুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
র্যাব-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বহুল ব্যবহৃত জনপ্রিয় এ্যাপস্ এর মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত আনসার পদে চাকুরি দেওয়ার জন্য একটি সুপারিশ প্রেরণ করে। বিষয়টিতে সন্দেহ হওয়ায় প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, এই আবেদন পত্রটি প্রতারক ইবনে মিজান রনি তার বহুল ব্যবহৃত জনপ্রিয় এ্যাপস্ এর মাধ্যমে প্রতারণার জন্য আনসার সদর দপ্তরে প্রেরণ করে। এমন সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর মতিঝিল থানার গোপীবাগ এলাকা থেকে তাকে ৩টি মোবাইল ৩টি সিম কার্ড ও ৮পাতার এসএমএস এর স্ক্রিনশটসহ গ্রেফতার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করে আসছে বলে জানায়।
উল্লেখ্য ইবনে মিজান রনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন প্রতারক। তার বিরুদ্ধে প্রতারণা ও অন্যান্য অভিযোগে ৭টি মামলা বিচারাধীন রয়েছে।