নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। দগ্ধ বাকি ১৬ জনের অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সপাতালের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাকিরাও রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।