অক্টোবর ২২, ২০২০
১০:০৭ অপরাহ্ণ

মহিপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত-৩০

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিসংতার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে এ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সোবাহান এবং পরাজিত সদস্য প্রার্থী ফুলমিয়া সমর্থকদের মধ্যে অপরদিকে একই ইউনিয়নের ১ নম্বার ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো. রাকিবুল ইসলাম সবুজ ও পরাজিত সদস্য প্রার্থী মো. মনিরুল ইসলাম সমর্থকদের মধ্যে গতকাল বুধবার দুপুরে মারামারির ঘটনায় অন্ততঃ ৩০ জন আহত হয়েছে।

এদের মধ্যে মঙ্গলবার রাতে এবং বুধবার দুপুরে ২২ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে সোবাহান ও ফুল মিয়া সমর্থকদের আহতরা হলো মো. ফারুক হোসেন, আ. জলিল,আলতাফ, সোবাহান, ইব্রাহিম, বেল্লাল, শাওন, হাসান, জসিম, মাসুম, হাসান,রেহেনা, রিনা, রনি ও মিলন ।

অপরদিকে রাকিবুল ইসলাম সবুজ ও মনিরুল ইসলাম ফকির সমর্থকদের আহতরা হলো মো. রিয়ান, রুবেল, জুয়েল মাঝি, মেহেদী হাসান, ফেরদৌস, রিয়াজ। মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ঘটনা শুনেছি। কোন পক্ষই থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *