মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি:
আগস্ট ১১, ২০২১
৪:৩৬ অপরাহ্ণ
মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার কিশোরী

নওগাঁর রাণীনগরে ফ্রিজে রাখা মাংস নিতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন ১৩ বছর বয়সী এক কিশোরী। ৩৭ বছর বয়সী যুবক করিম মন্ডল ওই কিশোরীকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আর ঘটনাটি ধামাচাপা দিয়ে তৎপর স্থানীয় প্রভাবশালীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামে।

ভুক্তভোগী কিশোরীর ভাই জানান, আমরা গরীব মানুষ আমাদের বাড়িতে ফ্রিজ নেই। বেশ কিছুদিন আগে মালশন সরদারপাড়ার মৃত ইব্রাহিমের বাড়িতে হাঁসের মাংস রেখে আসেন আমার মা। আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসলে মঙ্গলবার সকালে আমার ছোট বোন ইব্রাহিমের বাড়িতে মাংসগুলো নিতে যান। বাড়ির মালিক ইব্রাহিমের স্ত্রী বাড়িতে না থাকায় মাংস না পেয়ে আমার বোন বাড়িতে চলে আসেন।

এর কিছুক্ষণ পর ইব্রাহিমের বাড়ির কাজের লোক মালশন মন্ডলপাড়া গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে করিম মন্ডল আমার বোনকে মাংস দেওয়ার কথা বললে আমার বোন ওই বাড়িতে আবার যান। এরপর আমার বোনকে করিম ফ্রিজ থেকে মাংস বের করতে বললে বোন ফ্রিজ থেকে মাংস বের করতে থাকেন। এর সুযোগে করিম আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে কয়েকবার হাত দেন। এ সময় আমার বোন করিমের হাত ছিটকে ফেলে দিয়ে ঘর থেকে পালানোর চেষ্টা করলে করিম আমার বোনকে জাপটে ধরে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এরপর আমার বোনের হাতে থাকা মাংসের পুঁটলি তাকে ছুড়ে মেরে সেখান থেকে পালিয়ে চলে আসেন।

ভুক্তভোগী কিশোরীর মামা জানান, বিষয়টি ওই দিনই গ্রামের মাতব্বর প্রধানকে জানানো হয়। মঙ্গলবার রাতে এ বিষয়টি নিয়ে বসাও হয়েছিলো। এরপর থেকেই মাতব্বররা তালবাহানা শুরু করেছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী কিশোরীর পরিবারটি।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত করিম মন্ডলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী এসব ঘটনা মিথ্যা বলে দাবি করেছেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, এমন ঘটনা নিয়ে এখনো কেউ থানায় আসেনি। ভুক্তভোগীর পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *