বুলবুল আহম্মেদ,(বুলু)নওগাঁ(বদলগাঁছী)প্রতিনিধি:-নওগাঁর বদলগাঁছী মিঠাপুর শিক্ষার্থীদের জন্য জানুয়ারির প্রথম দিন মানে উৎসবের আমেজ।কারণ বছরের প্রথম দিনটিকে কেন্দ্র করে সারাদেশে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত চলে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ কার্যক্রম।উদ্বোধন করেন মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালেয়র প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন ( পিন্ট) ও সভাপতি মোঃ দেওয়ার হোসেন ( দুলাল) অন্যান্য শিক্ষকবৃন্দ। নতুন বই পেয়ে যেন শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ছাপ।কিন্তু এবছর করোনাভাইরাসের কারণে তার ব্যতিক্রম।
গতকাল(৩১)ডিসেম্বর ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই অংশ বিশেষ আজ সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে পাঠ্য বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় মিঠাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাইমারী, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।
সকালে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে স্কুল ড্রেস পরে স্কুলে হাজির হয়। শিক্ষকরা ক্লাসে ক্লাসে শিক্ষার্থীদের হাতে তুলে দেয় নতুন বছরের উপহার নতুন বই।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে কমতি ছিলো না উৎসবের আমেজ।
এ বিষয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করলে তারা জানায়,বছরের প্রথম দিনেই নতুন চকচকে পাঠ্য বই হাতে পেয়ে দারুণ খুশী শিক্ষার্থীরা।