আজকের খবর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কোম্পানীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র নির্দেশিত কর্মসূচির আওতাধীন কোম্পানীগঞ্জ উপজেলার ৪০টি মন্দির ও মঠে এক যুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

আজ শুক্রবার (১০জুলাই) পূর্ণাছগাম মন্দির ও মঠে কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস-এর সভাপতিত্বে ও রূপক চন্দ্র দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃতুঞ্জয় ধর ভোলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ (চয়ন), সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস, সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজু গোয়ালা, পূজা পরিষদের উপজেলা শাখার নেতা সুবোধ রঞ্জন দাশ বুলি, রাখাল দাশ, কেতকি রঞ্জন দাশ, দুলাল চন্দ্র দাশ, বিকাশ দাশ, নিকেশ বিশ্বাস, গৌরাঙ্গ দাশ, গকুল দাশ, ছাত্র পরিষদের ইউনিয়ন সভাপতি শাহ আলম স্বাধীন, ছাত্র পরিষদ নেতা লবীব আহমেদ, জুয়েল আহমদ, অধীর দাশ প্রমুখ।

অনুষ্ঠানের পূর্বে জুম অ্যাপের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার ৪০টি মন্দির থেকে একযুগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং জুম অ্যাপে বক্তব্য রাখেন শংকর মন্ডল, মতিলাল মোহন্ত, প্রশান্ত কুমার সিংহ জামিনী, বিজয় সিংহ রিন্কু, সৈলেন চন্দ্র নাথ, নারদ বিশ্বাস, রানু বিশ্বাস, ওমর ধাম, জিতেন্দ্র বিশ্বাস, সঞ্জীবন সরকার, বিনদ বিশ্বাস, জুদ্রিষ্টী বিশ্বাস, অলক দাশ, সুকেশ বিশ্বাস, প্রভাত বিশ্বাস, নিপেন্দ্র বিশ্বাস, সুমন বিশ্বাস, রাধিকা সিংহ, রানা শুকলো বৈদ্য প্রমুখ।

শেয়ার করুন