অক্টোবর ২, ২০২০
৭:৩৬ অপরাহ্ণ

মো: আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন এমপি সামাদ চৌধুরী

খবর ডেস্কঃঃ-  সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী ০২ অক্টোবর শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরস্থ মো: আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।

মো: আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের এর প্রতিষ্টাতা মো: আব্দুল কুদ্দুছ তালুকদার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, শিক্ষা অন্ধকারে আলোর পথ দেখায়,মানুষকে নতুন করে বেচে থাকার প্রেরণা জোগায়। সুন্দর সমাজ ব্যবস্থার সৃষ্টি করে। পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া জাতির উন্নতি অসম্ভব। তাই দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রথমেই শিক্ষাখাতে মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রিয় সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী ও জাহেদ হাসান রাজুর যৌথ পরিচালনায় অনুষ্টানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ,শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান, প্রাক্তন শিক্ষক মো: বশির মিয়া, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহিত হোসেন এডভোকেট, দক্ষিণ সুরমা আওয়ামীলীগ নেতা ত্বোয়াজিদুল হক তুহিন,দক্ষিন সুরমা উপজেলা যুবলীগ নেতা আশিক আলী, ৭নং ওয়ার্ড সদস্য ফেরদৌস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আহাদ উল্লা শাহ দিলওয়ার ।
বক্তব্য রাখেন, রোটারিয়ান রিয়াজ উদ্দিন তালুকদার পিএইচএফ, বিশিষ্ট ব্যবসায়ী জঈন উদ্দিন তালুকদার, মো: এলাইছ মিয়া তালুকদার,ছাদ মিয়া তালুকদার।

উপস্থিত ছিলেন দক্ষিন সুরমা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক এর দক্ষিণ সুরমা প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুসিক, দি নিউ ন্যাশন ও আজকালের খবর এর সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, দৈনিক সিলেটের ডাক ও এনটিভি ইউরোপ এর বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, লালাবাজার ইউনিয়ন যুবলীগ সভাপতি নিজাম আহমদ, সাংগটনিক সম্পাদক ছালেক আহমদ, শ্রমিক নেতা ফিরুজ মিয়া, যুবনেতা শাহ হিরন মিয়া, কবির আহমদ, শুকরু আলী, জুনেদ আহমদ তালুকদার, বেলাল আহমদ, মুহিব মিয়া, জাহেদ আহমদ, জাহাঙ্গীর মিয়া, হেলাল মিয়া, আবুল হোসেন, আব্দুল খালিক, লেবু মিয়া, আব্দুল আহাদ, সুবেল চৌধুরী, সাদেক চৌধুরী, মাহবুব আহমেদ, মহি উদ্দিন, গিয়াস উদ্দিন , জয়নাল আবেদীন, দরস মিয়া ,ডা: গিয়াস উদ্দিন,তুরন মিয়া, ছবির মিয়া, আরশ আলী, ইসরাক আলী, মাহমদ আলী, আব্দুল নুর, আব্দুস সালাম, লেখন মিয়া,ফারুক মিয়া, লায়েস আহমদ, আরমান হোসেন, মনসুর আহমদ, ইকবাল আহমদ,নাসির উদ্দিন,খলিল মিয়া, নুর উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
স্বাগত বক্তব্য রাখেন মো: আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ৬নং বিশ্বনাথ ইউ.পির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো: দয়াল উদ্দিন তালুকদার।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী সহ বিশেষ অতিথিবৃন্দকে ফুলের তোড়া ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্টানের শুরুতে প্রধান অতিথি নবনির্মিত মো: আব্দুল কুদ্দুছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন। শেখ হাবিব উল্লাহ মাস্টার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শেখ শাহিদুর রহমান এর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *