আজকের খবর ডেস্কঃ মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর মৃত্যুতে জেলা পরিষদ, সিলেট এর চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান এডভোকেট গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি একশোক বার্তায় বলেন, তার মৃত্যুতে জেলা পরিষদ, সিলেট ও সিলেট জেলা আওয়ামীলীগ গভীর ভাবে শোকাহত। তার মৃত্যুতে মৌলভীবাজার জেলা একজন পরীক্ষীত অভিভাবককে হারালো।
তিনি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী স্বাধীনতা পরবর্তী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন কমিটির বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন একই সাথে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।