ডিসেম্বর ২৮, ২০২০
১১:২৯ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী ছায়িম অাহমদের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

 

খবর ডেস্কঃঃ- সমাজ সেবী ও ব্যবসায়ী লিপন অাহমদের ভাগনা যুক্ত রাজ্য প্রবাসী ছায়িম অাহমদের জন্মদিন উপলক্ষে ২৭ ডিসেম্বর রবিবার রাতে দক্ষিণ সুরমার বানেশ্বরপুর গ্রামে মুরব্বী অানা মিয়ার বাসভবনে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের অায়োজন করা হয়।মুরব্বী অাহমদ অালীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানেশ্বরপুর কেন্দ্রিয় জামে মসজিদের মোতায়াল্লি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অব ভাবপ্রাপ্ত পুলিশ সেনা

আলী রাজান,মাওলানা আজির মিয়া,সমাজসেবী ময়নুল ইসলাম,সমাজসেবী ও ব্যবসায়ী লিপন আহমদ।অারো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম,আফজল হুসেন প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *