খবর ডেস্কঃ- যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী।
সাবেক ছাত্রনেতা আব্দুর রহমানকে সভাপতি ও আবুল কাশেম মুরশেদকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মারুফ হুসেন খান, সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি শাহাদত খন্দকার খোকন, যুগ্ম সম্পাদক হাসান আহমদ, যুগ্ম সম্পাদক বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক রুহেল খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রেজা, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ আল আমিন, দফতর সম্পাদক কামাল সরকার, প্রচার সম্পাদক এমাদ উদ্দিন, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুন হামিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাহের লস্কর, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক কুনু আহমদ। এছাড়া কমিটিতে শোয়েব খান, শাহ সাফি এপোলো, বদরুল ইসলাম রুমন ও রিফাত উদ্দিন সাদমানকে সদস্য রাখা হয়েছে।
কমিটিতে নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, কামলা হোসেন লিলু ও কাদের আজাদকে উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।