নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আগিনাগাড়ি গুচ্ছগ্রামে বসবাসরত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে তাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এদিন আগিনাগাড়ি গুচ্ছগ্রামে বসবাসরত শীতার্ত ৩৫ জনকে কম্বল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ইকরামুল বারীসহ স্থাণীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ।