নওগাঁ জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৪, ২০২৩
৬:০৪ অপরাহ্ণ
রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পলাশ চন্দ্র ওরফে পলান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পলাশ চন্দ্র ওরফে পলান উপজেলার গুঠনিয়া গোবিন্দপুর গ্রামের মৃত সুবল চন্দ্র প্রামানিকের ছেলে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপজেলার ভান্ডারগ্রাম বাজার এলাকায় মাদক বেচ-কেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ভান্ডারগ্রাম বাজার এলাকায় রাস্তার তিন মাথার মোড় সংলগ্ন ব্রিজের উপর থেকে মাদক ব্যবসায়ী পলাশ চন্দ্র ওরফে পলানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। রাতেই পলানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *