নওগাঁ জেলা প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২১
১১:২৩ অপরাহ্ণ
রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

“বেশি বেশি মাছ চাষ করি, বেতারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন এলাকার মাছ চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *