নভেম্বর ২৪, ২০২০
৩:৪৩ অপরাহ্ণ

রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নিখোঁজের চার দিনের মাথায় পুকুর থেকে ভাসমান অবস্থায় মজিবর ফকির (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের শরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ মজিবর ফকির শরিয়া গ্রামের মৃত বয়তুল্লা ফকিরের ছেলে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠিয়েছে পুলিশ।

বৃদ্ধ মজিবর ফকিরের ছেলে ফারুক ফকির বলেন, গত শুক্রবার ফজরের নামাজ পরে মসজিদ থেকে বের হন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আতœীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজা-খুজি করে সন্ধ্যান না পাওয়ায় সোমবার সকালে নাটোরে একজন গনকের কাছে জান তিনি। এ সময় বাড়ি থেকে ফোন দিয়ে জানানো হয় গ্রামের একটি পুকুরে লাশ ভাসছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে প্রেরণ করেছে। ফারুক ফকির আরো বলেন, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *