আব্দুল মালেক, নওগাঁ প্রতিনিধি:- নওগাঁর রাণীনগরে ভাটকৈ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে জহুরুল ইসলাম সভাপতি এবং আব্দুল মান্নান সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদে হামিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জুয়েল হোসেন নির্বাচিত হন। বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাটকৈ বাজার বণিক সমিতির অফিসে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৫০জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ১৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দুপুর ২টার দিকে বণিক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ,টি,এম আলী জিন্নাহ ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার সাজাহান আলী মেম্বার, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু প্রমুখ।