জুলাই ২৪, ২০২১
৯:৩৫ অপরাহ্ণ
রাণীনগরে লকডাউন বাস্তবায়নে ১৩ মামলাসহ ২টি গাড়ি আটক করেছে পুলিশ

রাণীনগরে লকডাউন বাস্তবায়নে ১৩ মামলাসহ ২টি গাড়ি আটক করেছে পুলিশ

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে তৎপর ভাবে মাঠে নেমেছে পুলিশ। লকডাউন অমান্য করে অতি জরুরী পরিবহন ব্যতীত মটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়ে বাহিরে বের হলেই দেওয়া হচ্ছে মামলা। থানা এলাকা জুড়ে মূল পাঁচটি পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেক পোষ্ট। শুক্রবার থেকে শনিবার বিকেল পর্যন্ত বিভিন্ন অপরাধে ১৩ টি মটরসাইকেল মালিককে মামলা দেওয়া হয়। এছাড়া ২টি মটরসাইকেল আটক করা হয়েছে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, সরকার ঘোষিত চলমান লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নেমেছে রাণীনগর থানা পুলিশ। উপজেলার সদরে রাণীনগর-নওগাঁ সড়কে, উপজেলা গোল চত্বরে, রেলগেট এলাকায় ও আবাদপুকুরে দুইটি সহ মোট ৫ টি স্থানে চেক পোষ্ট বসানো হয়েছে। সেখানে সব সময় আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।

ওসি জানান, লকডাউন অমান্য করে অপ্রয়োজনে মটরসাইকেল সহ অন্যান্য যানবাহন নিয়ে বাহিরে বের হলেই তাদের বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়া সহ বিভিন্ন অপরাধে বিভিন্ন গাড়িতে মামলা দেওয়া হচ্ছে। এছাড়া চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ বাস্তবায়ন করতে থানা এলাকা জুড়ে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *