নওগাঁ জেলা প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৩
৪:১৪ অপরাহ্ণ
রাণীনগরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত

রাণীনগরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে শের-এ বাংলা সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগীতা হয়।

এদিন দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেবলিন থ্রো, শটপুট, ডিসকাস সহ মোট ১৮টির মতো প্রতিযোগীতায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়, আল আমিন মাদ্রাসা, সিম্বা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *