মোঃ আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রাণীনগর উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দদের আয়োজনে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় করা হয়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা বেগম, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, উপজেলা সমবায় অফিসার সামছুল হক, স্থানীয় সমবায়ী এজাদুল হক ও হারুনুর রশিদ মিতু প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।