ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম (স্কুলপাড়া) নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন- রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের গন্ডগ্রাম স্কুলপাড়ার মৃত দিদার আলীর ছেলে সামসুল হক ফুচু (৪২) এবং বালিয়াডাঙ্গী উপজেলার সিধোর (হাজীপাড়া) গ্রামের সমির উদ্দীনের ছেলে দবিরুল ইসলাম (৩০)।
থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল জানান, ৩৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ আইনে মামলা হয়েছে। মামলা নং ০৯। বৃহস্পতিবার সকালে তাদের ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।