আজকের খবর: “মানুষ মানুষের জন্য” এই স্লোগানে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন “টিম প্রত্যয়” নামের একটি সামাজিক সংগঠন।
একপ্রান্তে করোনায় আক্রান্ত হয়ে জীবন হারানোর শংকা, আতংক আর ভয়। অপরপ্রান্তে বিবেকের তাড়না, বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর নেশা। কিন্তু ‘টিম প্রত্যয়’ ঠিকই দ্বিতীয়টি বেছে নিয়েছে। রাতের আঁধারে টানা ৪৭ দিন (২৭ জুলাই) থেকে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে স্থাপন করে চলেছেন মানবতার অনন্য দৃষ্টান্ত!
‘টিম প্রত্যয়’ এর কার্যক্রম নিয়ে কথা বলতে চাইলে তাদের কেউই মুখ খুলতে চান না! তাদের একটাই কথা “মানুষ মানুষের জন্য” প্রচার কিংবা লোক দেখানো আমাদের মূখ্য উদ্দেশ্য নয়। করোনা সংকটে আমরা মানবিকতার হাত বাড়িয়েছি মাত্র। রাস্তার দ্বারে রাত্রি যাপন করা ভবঘুরে এসব মানুষের মুখে অনাবিল হাসি ফোটানোই আমাদের লক্ষ্যে।
টিম প্রত্যয়’ এর সমন্বয়ক সুমন রায় তালুকদার জানালেন, আমরা আপাতত সিলেট মহানগরেই উদ্যোগটি বাস্তবায়ন করছি। এই উদ্যোগের পেছনে প্রচার বিমূখ একজন মানবিক মানুষ রয়েছেন। যিনি নিজেকে প্রচারের আলোয় নিয়ে আসতে চান না।
সুমন রায় আরও বলেন, সরকার কিংবা সিলেট সিটি কর্পোরেশন ঘরহীন এই মানুষগুলোর জন্য খাদ্যের ব্যবস্থা করে বিকল্প কোন উপায়ে তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে নিয়ে আসুক। যা ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়। আমাদের সবার উচিত, নিজ নিজ অবস্থানে থেকে দেশের জন্য, সমাজের জন্য মানবিক কাজে আত্মনিয়োগ করা। যাতে গড়ে উঠে বাসযোগ্য এক সুন্দর পৃথিবী।
রাজ্যের হতাশা যে চোখে-মুখে, একমুঠো খাবার পেয়েই সে মুখে ফুটে উঠছে অমলিন হাসি, যে হাসি অমূল্য, আমাদের প্রেরণা। এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন ‘টিম প্রত্যয়’ এর সমন্বয়ক সুমন রায় তালুকদার।