ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহার উপলক্ষে রানীনগর থানা সহ-দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
এক শুভেচ্ছা বার্তায়, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঈদের খুশি আপনাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূণর্তা দান করুন এই কমানা করি। ঈদ বয়ে আনুক আপনাদের সবার জীবনে একরাশ অনাবিল আনন্দ। মুছে যাক সকলের দুঃখ ব্যথা৷ সবার জীবন ভরে উঠুক নির্মল আনন্দে।
পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। বছরের প্রতিটি দিনই যেন হয় ঈদের দিনের মত আনন্দময়। একই সাথে সবাইকে সরকারি নির্দেশনা মেনে ঈদ উদযাপনের অনুরোধ জানিয়ে ও সকলের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে সবাইকে জানাই অগ্রীম ঈদের শুভেচ্ছা। সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি, ভালোবাসা ও প্রেম। রানীনগর থানার সকল পুলিশ সদস্যদের জানাই ঈদের শুভেচ্ছা সহ সবাইকে ঈদ মোবারক।