সালমান আল হারুনঃ ২৭ জানুয়ারি সিলেট শহরতলীর সাহেবের বাজার এলাকার রামপুর গ্রামের “রামপুর জামে মসজিদ” এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুলতলীর ছাহেব জাদা হাঃ মাওঃ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন রামপুর গ্রামের গ্রামের বিশিষ্ট মোরব্বি ডা.আব্দুল হেকিম, ইউসুফ আলী, তৈয়বুর রহমান, ইশাদ আলী, মাওঃআব্দুল মালিক, আনোয়ার হোসেন, যুব সংগঠক দিলোয়ার হোসেন, আব্দুস সালাম, কুতুবউদ্দিন, আব্দুুস সত্তার, শহিদুর রহমান, সয়ফুল আলম, আতিকুর রহমান, মনজুর হোসেন, নাজিম উদ্দিন, সাইদুর রহমানসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
উল্লেখ্য বৃহত্তর সাহেবের বাজার এলাকার মধ্যে রামপুর জামে মসজিদ সবচেয়ে পুরনো একটি মসজিদ। সময়ের প্রয়োজনে আজ বার্ষিক ওয়াজ মাহফিলে গ্রামবাসী সেটির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।
Share