খবর ডেস্কঃ- সিলেটে পুলিশ হেফাজতে যুবক রায়হান উদ্দিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বন্দর বাজার পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া পালিয়েছে। তবে, তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার বন্দর বাজার ফাঁড়ি ইনচার্জ আকবরসহ চার পুলিশকে বরখাস্ত করে সিলেট মহানগর পুলিশ।
এর আগে, রবিবার রাতে নগরীর কোতোয়ালি থানায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে রায়হানের। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভোররাতে টাকা চেয়ে রায়হানের মায়ের মুঠোফোনে কল দেয় এক পুলিশ সদস্য। ভোর সাড়ে পাঁচটার দিকে রায়হানের চাচা টাকা নিয়ে গেলে তাকে বলা হয় রায়হান অসুস্থ। পরে সকালে আবার ফাঁড়িতে গিয়ে জানতে পারেন তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
পরবর্তীতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তারা জানতে পারেন রায়হানের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে, পুলিশের দাবি, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে মৃত্যু হয় রায়হানের।