নভেম্বর ১৪, ২০২০
২:১৯ অপরাহ্ণ

রূপনগর সমাজ কল্যাণ সমিতির থানা কমিটি বরণ,পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধিঃ- ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন রূপনগর সমাজ কল্যাণ সমিতি বিভিন্ন থানা উপজেলা কমিটি বরণ,পরিচিতি ও আলোচনা সভা সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডাঃ দিবাকর চন্দ্র দাস এর সভাপতিত্বে ও সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শাহজালাল রানা, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার অমল রুদ্র এর যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপনগর সমাজ কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন,কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ নাছির উদ্দিন।সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর কমিটি দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস, চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাহী সদস্য এ্যাংলো দাশ গুপ্ত, সাংবাদিক শাহনাজ পারভীন,ইপিজেড থানা কমিটির সভাপতি শাফায়ত উল্লাহ শুভ, ইপিজেড থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন,ডবলমুরিং থানা কমিটির নির্বাহী সদস্য মোঃ নাছির উদ্দিন, হাটহাজারী উপজেলা কমিটির সভাপতি লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শফিউল আজম চৌধুরী, হাটহাজারী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জিএস রিমন, হাটহাজারী উপজেলা কমিটির নির্বাহী সদস্য উজ্জ্বল দত্ত, চাঁদগাঁও থানা কমিটির সভাপতি মোঃ সাহিদুল ইসলাম মাসুদ, চাঁদগাঁও থানা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর, হালিশহর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ সাজ্জাদ হাসান,রাউজান থানা কমিটির সভাপতি মোহাম্মদ রবিউল হোসেন,রাউজান থানা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিহাবুল ইসলাম,সীতাকুণ্ড থানা কমিটির সভাপতি মোঃ সিরাজুল মুস্তাকিম (গিয়াস), লোহাগাড়া থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবগঠিত কমিটির সকলকে স্বেচ্ছাসেবী মন নিয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। দেশের কল্যাণে সংগঠনের সাংগঠনিক কাজ সম্পন্ন করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *