নভেম্বর ৫, ২০২০
৫:৩৭ অপরাহ্ণ

রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল রাস্তায় না নামাতে ওসি’র হুশিয়ারী

নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল রাস্তায় না নামাতে হুঁশিয়ারি দিয়েছেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক। বৃহস্পতিবার সকালে ট্রাফিক পক্ষের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারী দেন। হেলমেট-কাগজপত্র নিয়ে মোটরসাইকেল চালানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, সমস্যা থাকলে অটো-সিএনজিসহ বিকল্প উপায়ে চলুন। এর আগে ট্রাফিক পক্ষের উদ্বোধন উপলক্ষ্যে মডেল থানার আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি মালঞ্চি বাজার তিন মাথা মোড় থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালঞ্চি বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নাসির, উপজেলা ক্রিড়া সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *