জানুয়ারি ৪, ২০২১
৮:৫৫ অপরাহ্ণ

রোটারিয়ানরা যেকোন দুর্যোগে মানবতার পাশে সবার আগে ছুটে আসেন। ——–ড: বেলাল

 

আজকের খবরঃ- রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্নর ড: বেলাল উদ্দিন আহমদ বলেছেন, রোটারি আন্তর্জাতিক সেবা সংগঠন। বিশ্বের প্রায় ২৫০ টি দেশে মানবতার কল্যানে এ সংগঠন কাজ করে যাচ্ছে। সাতটি এভিনিউতে রোটারি কাজ করে। অগ্রাধিকার ভিত্তিতে প্রজেক্ট বাচাই করে আমরা সমাজ ও মানব উন্নয়নে কাজ করে যাচ্ছি।

রোটারিয়ানরা নিজেদের অর্থে এ সকল কাজ করে থাকে। তিনি রোটারির কল্যানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি শনিবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় গভর্নর অফিসিয়াল ভিজিটে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএফএল ফিরোজা আহমদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমদ রেজাউল করিম জুবায়ের, এক্সিকিউটিভ সেক্রেটারি ফরিদ উদ্দিন রিয়াদ, ডিস্ট্রিক্ট ট্রেজারার অলিউর রহমান নাহিদ, জোন কো,অর্ডিনেটর পিপি মোহাম্মদ কবির উদ্দিন, ডেপুটি গভর্নর পিপি ইয়াকুতুল গনি ওসমানী, এসিস্ট্যান্ট গভর্নর পিপি ফাহিম চৌধুর। অনুষ্টানে ক্লাবের পাস প্রেসিডেন্ট পিপি ফারুক আহমদ, নুরুল হক সোহেল, কাজী মঈনুল ইসলাম হেলাল,পিপি আজিজুর রহমান, পিপি প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, পিপি আবু সুফিয়ান, প্রেসিডেন্ট ইলেক্ট সাইফুর রহমান,ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসাইন, ট্রেজারার ইকতিয়ার চৌধুরী, ডাইরেক্টর ইঞ্জি মঈনুল চৌধুরী, রেজাউল করিম, দেওয়ান রুসু চৌধুরী, কাজী আব্দুল জলিল খান, আসাদুজ্জান রনি, তোফাজ্জাল হোসাইন, নিজাম উদ্দিন, তাজ উদ্দিন খান আলম, জাফর তাইয়ার, জাবেদ নকিব সহ জোনের বিভিন্ন ক্লাব থেকে আগত ডিস্ট্রিক্ট লিডারস ও প্রেসিডেন্টবৃন্দ বক্তব্য রাখেন। ভিজিটে তিনটি সার্ভিস প্রজেক্ট যথাক্রমে সেলাই মেশিন প্রদান, বই বিতরন ও রোগীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান সম্পন্ন হয়।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *