খবর ডেস্কঃঃ- রোটারী ড্রিস্ট্রিক ৩২৮২ এর উদ্যোগে বন্যা পরবর্তী খাদ্য সংকট দূরীকরণের লক্ষে ১১ নভেম্বর বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা, সরমঙ্গল, তাড়ল ইউনিয়নের দরিদ্র কৃষক ও জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রী ও বীজ বিতরণ করা হয়।
পিয়াইন জোনের জোনাল কো-অডিনেটর পিপি কফিল উদ্দীন বাবলু ও কুশিয়ারা প্রেসিডেন্ট ফোরামের চেয়ারম্যান রোটারি ক্লাব অব সিলেট মেট্রপলিটন এর প্রেসিডেন্ট রেহান উদ্দীন রায়হানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রোটারি ডিস্ট্রিক সেক্রেটারি আহমদ রেজাউল করিম জুবায়ের, প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট জালালাবাদ রোটারি ক্লাব এর প্রেসিডেন্ট ডাঃ জাকারিয়া হোসেন, এডিশনাল ডিস্ট্রিক সেক্রেটারী মুফতি তাহের আহমদ, ডেপুটি গর্ভনর ইসতিয়াক আহমদ মন্জু, সুরমা জোনের চেয়ারম্যান রোটারি ক্লাব অব সিলেট কীন ব্রীজের প্রেসিডেন্ট মোঃ তাজুল ইসলাম, কলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান,সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান এহসান চৌধুরী প্রমুখ।
পৃথক পৃথক অনুষ্ঠানে দিরাই উপজেলার ৩টি ইউনিয়নের ৭শতাধিক কৃষক ও স্থানীয় জনসাধারণের মধ্যে বীজ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।