খবর ডেস্ক: সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধসহ জিয়াউর রহমান (ডালিম) নামের এক পেশাদার চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৯।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান উরফে ডালিম (৩৪) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়নের হেমু ভাটপাড়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল হকের ছেলে। বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৪০ মিনিটের সময় শাহপরাণ থানাধীন সুরমা গেইট এলাকা থেকে ১ লাখ ২৬ হাজার পিস আমদানি নিষিদ্ধ ব্যাথা নাশক ঔষুধ, ১টি পিকআপ এবং ১টি প্রাইভেটকার সহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে পণ্যে চোরাই পথে দেশে আনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে এসএমপির শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।