খবর ডেক্সঃ- শ্রীমঙ্গল ক্যাম্পের র্যাব-৯ সিপিসি-২ এর বিশেষ অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামী মোঃ সোহেল মিয়া গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি অভিযানিক দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নওয়াপাড়া হতে ডাকাতি মামলার পলাতক আসামি কে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেঙ্গাডোবা(পূর্ব) গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৫)।
এ বিষয়ে শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার মেজর আহমেদ নোমান জাকি গণমাধ্যম কে জানান, আমরা এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নওয়াপাড়ায় ডাকাতি মামলার পলাতক আসামি মোঃ সোহেল মিয়া অবস্থান করছে। যার ভিত্তিতে আমাদের একটি অভিযানিক দল এএসপি আফসান আল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে মাধবপুর থানায় একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট থানায় আসামীকে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
পরিশেষে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে তথ্য দিয়ে সহযোগীতার আহবান জানান।