অক্টোবর ১৬, ২০২০
১০:৪১ অপরাহ্ণ

লন্ডনে ছবি হাতে অঝোরে কাঁদলেন নিহত রায়হানের বোন

ডেস্ক রিপোর্টঃ- সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান আহমদের যুক্তরাজ্য প্রবাসী বোন রুবা আকতার একমাত্র ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় পূর্ব ভয়েস ফর জাস্টিস ইউকের ডাকে লন্ডনের আলতাব আলী পার্কে কোভিড-১৯ এর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে শতাধিক প্রতিবাদী মানুষ মানববন্ধনে অংশ নেন।

প্রবীণ কমিউনিটি নেতা ও সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন নিহত রায়হান আহমদের একমাত্র বোন রুবা আকতার, ভগ্নিপতি, ভাগ্নি সোহো পরিবারের অন্যান্য সদস্য। এ সময় তাদেরকে রায়হানের পোস্টারের ছবি জড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায়।

এ সময় রুবা আকতার তার ভাইয়ের উপর ছিনতাইকারীর মতো মিথ্যা অপবাদের তীব্র নিন্দা জানান। পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। এর প্রমাণ হিসেবে সিসি টিভি ফুটেজে দেখা গিয়েছে বিভিন্ন মিডিয়ায়। তিনি এ পর্যন্ত যারা দেশে বিদেশে তার ভাই হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ, আন্দোলন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, আপনারাই এখন আমার আপনজন। আমি ভাইকে হারিয়েছি। আর যেন কোন বোন তার ভাইকে না হারায়, কোন মা তার সন্তানকে যেন না হারায়,  কোন স্ত্রী তার স্বামীকে যেন না হারায় আর কোনো সন্তান যেন তারা বাবাকে না হারায়।

কমিউনিটি নেতা মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, জাস্টিস ফর রোহিঙ্গা ইউকের ডাইরেক্টর ড. শায়েখ রামজি, সাপ্তাহিক সুরমার সম্পাদক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা আলহাজ্ব নুর বকশ, অধ্যাপক আব্দুল কাদের সালেহ, মাওলানা রফিক আহমদ, নিহত রায়হান আহমদের বোন মিসেস রুবা আক্তার, ভগ্নিপতি মফজ্জিল আলী,ভাগিনী মাহিয়া আক্তার, সাংস্কৃতিক কর্মী তাজবির চৌধুরী শিমুল, সাংবাদিক জয়নাল আবেদীন, সাবেক কাউন্সিলার শাহ আলম,অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা হাজী হাবিব, আব্দুল মুকিত রাজিব, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর চেয়ারমান সাংবাদিক মাহবুব আলী খানসূর, ভাইস চেয়ারম্যান নউশিন মোস্তারী মিয়া সাহেব, রাইহান চৌধুরী, আবু জাফর আব্দুল্লাহ, সাইয়েদ জাকারিয়া, শাহেদ রহমান, বিএনপি নেতা কদর উদ্দিন প্রমুখ।

সভায় নিহত রায়হান আহমদের পরিবারের সদস্য ছাড়াও বিপুল সংখ্যক লোক মানব বন্ধনে অংশ নেন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *