জানুয়ারি ৭, ২০২১
৪:৪০ অপরাহ্ণ

লাক্কাতুরায় পানির বোতলে মদ বিক্রি: আটক ২

খবর ডেক্সঃ- শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বাংলা মদসহ দুইজন মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার হেফাজতে থাকা ২৫২ লিটার চোলাই বাংলা মদ জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ সুরমা থানার বরইকান্দি এলাকার মৃত এরশাদ মিয়ার ছেলে সুমন আহমদ (৪০) ও দিরাই থানার ভাটিপাড়া গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে আব্দুল আজিজ (৫০)।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন বলেন, মঙ্গলবার র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে লাক্কাতুরা চা বাগান তাদেরকে আটক করে। তারা দীর্ঘদিন থেকে পানি ও তেলের বোতলে করে চোলাই মদের ব্যবসা করে আসছে। এর আগেও একাধিকবার সুমন ও আজিজকে র‌্যাব গ্রেফতার করেছে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *