নাটোর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের লালপুর উপজেলা যুবলীগ পৃথক পৃথক প্রস্ততি সভা করেছেন। এই উপলক্ষে রবিবার সকালে লালপুর উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয় ।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু , শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন , গোপালপুর পৌরসভা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন প্রমুখ ।
অন্যদিকে ১১ নভেম্বর যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলা যুবলীগের একাংশ এর আয়োজনে ঠিকাদার রোকনুজ্জামান লুলুর ব্যক্তিগত কার্যালয় গোপালপুরে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে ।
উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আ,স,ম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, উপজেলা যুবলীগের সহ- সভাপতি আলতাফ হোসেন, গোপালপুর পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভূঁইয়া, নূরে আলম, ২০২০ঠিকাদার রোকনুজ্জামান লুলু, যুবলীগের নেতা আওলাদ হোসেন , নাটোর জেলা তাঁতীলীগের নেতা প্রভাষক ইকবাল হোসেন রিপন প্রমুখ।