আগস্ট ৭, ২০২১
১১:৫২ অপরাহ্ণ
লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ইকবালের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর ইকবালের মাতৃবিয়োগ, দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

খবর ডেস্কঃ দক্ষিন সুরমা উপজেলার ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল এর মাতা সানোয়ারা খানম চৌধুরী ৭ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহ…. রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র, এক কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ বাদ মাগরিব বাগেরখলা পীরবাড়ীস্হ নিজ বাড়ীতে অনু্ষ্টিত হয়। পরে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিক, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব।জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর সাবেক আমীর এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ,সিলেট জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, যুক্তরাষ্ট জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক জুয়েল আহমদ,সিলেট জেলা বিএনপি নেতা অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, হযরত আবু দৌলত শাহ জাকারিয়া মডেল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেন এডভোকেট, আওয়ামী লীগ নেতা বুরহান চৌধুরী,সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারলাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন,হযরত আলী রাঃ একাডেমী এন্ড কমপ্লেক্সে এর সাবেক প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম।
এছাড়াও জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগটনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা শাহ ফারুক আহমদ।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *