খবর ডেক্সঃ- শহরতলীতে এক তরুণীসহ ৩ জন ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজতে থাকা ৩২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২৯), মৌলভীবাজারের রাজনগর থানার টেংরাবাজার ইউনিয়নের একা মধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল আহমদ (২৬), মুন্সিগঞ্জের সদর থানার মুক্তারপুরের মৃত উর্পল দাশের মেয়ে পিচ্চি সনি (২৩)।
এরআগে শনিবার কুমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের।