জুলাই ২৪, ২০২১
১২:৫৫ অপরাহ্ণ
শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীরের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ।

শনিবার এক শোক বার্তায় প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, “ফকির আলমগীর এদেশের একজন কিংবদন্তীতুল্য গণসঙ্গীত শিল্পী ছিলেন।তাঁর গান মুক্তিযুদ্ধসহ অন্যান্য সকল ঐতিহাসিক আন্দোলনে এদেশের গণমানুষকে উজ্জীবিত করেছে।এছাড়াও তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।”

মন্ত্রী বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে জাতি একজন গুণী শিল্পীকে হারালো।তিনি আরো বলেন, গণসঙ্গীত এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে অবদানের জন্য এই বরেণ্য শিল্পী দেশবাসীর চিরস্মরণীয় হয়ে থাকবেন।

মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *