জানুয়ারি ৯, ২০২১
৯:৩৮ পূর্বাহ্ণ

শীতার্তদের মুখে হাসি ফোটালো রুহিয়া থানা অনলাইন প্রেস ক্লাব

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সহায়তায় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মূখে হাসি ফুটিয়েছে রুহিয়া থানা অনলাইন প্রেস ক্লাব। ৯ জানুয়ারি শনিবার সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ও বিভিন্ন এলাকায় গিয়ে রুহিয়া থানা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাস রায় শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। এ সময় রুহিয়া থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র বর্মনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণকালে জনাস রায় বলেন, শীতে অসহায়-গরীব মানুষেরা কষ্ট পাচ্ছেন। সরকারের পাশাপাশি এসব মানুষের শীত নিবারণে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এসময় আরো বলেন, আপনাদের সামান্য সহযোগিতাই পারে একজন শীতার্ত মানুষকে উষ্ণতার পরশ দিতে।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *