ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “ক্রিসমাস বাউন্স বেক প্রোগ্রামের” সহযোগিতায় ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অসহায় দরিদ্র শীতার্ত শিশুদের মাঝে ৮ শত ৭৯ টি কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ চত্বরে আটশত উনআশি অসহায় দরিদ্র শীতার্ত শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম,নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পয়গাম আলী, ইউপি সদস্য মজিবর রহমান,আব্বাস আলী। কম্বল বিতরণ অনুষ্ঠানে আলোচনা শেষে অতিথিরা ৮ শত ৭৯ টি কম্বল দরিদ্র অসহায় শীতার্ত শিশুদের হাতে তুলে দেন।