নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২২
৫:০৬ অপরাহ্ণ
শোক দিবসে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা ও  দোয়া মাহফিল

শোক দিবসে কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঙ্গালী জাতির মুক্তির মহা নায়ক বাংলাদেশের রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু।

সোমবার কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অফিসে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল।

কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, কছির মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম, সহ সভাপতি মইন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম চান মিয়া, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক মিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুহেল রানা, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর রেদওয়ান মনা, অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি এমএএইচ শাহীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও শেষে শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগষ্টে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি মইন উদ্দিন মিলন।

শেয়ার করুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *